2023 2024 Student Forum > Management Forum > Main Forum

 
  #2  
9th June 2015, 02:22 PM
Super Moderator
 
Join Date: Apr 2013
Re: West Bengal JEXPO Question Paper

Hello user as you want the the previous year question paper of the west bengal jexpo exam, here I am providing you the 2012 paper in afollowinf manner
1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -
(A) (B) (C) (D)

2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -
(A) (B) (C) (D)

3. যদি হয়, তবে হবে
(A) (B) (C) x (D) x²

4. যদি হয়, তবে sec α + tan α -এর মান হবে -
(A) 2 - √3 (B) 2 + √3 (C) √3 + √2 (D) √3 - √2

5. -এর সরলতম মান হবে -
(A) 1 (B) 2 (C) 3 (D) 4

6. O কেন্দ্রীয় বৃত্তের এবং দুটি স্পর্শক । যদি ∠ ACB = 50° হয়, তবে ∠ APB হবে
(A) 130° (B) 110° (C) 100° (D) 80°

7. যে কোন একটি ত্রিভুজ ABC -এর , এবং বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে D, E ও F, তবে Δ DEF : Δ ABC হবে
(A) 1 : 2 (B) 1 : 3 (C) 2 : 3 (D) 1 : 4

8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে
(A) AC = BD (B) AB = CD (C) AD = BC (D) AC > BD

9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে
(A) 40° (B) 45° (C) 50° (D) 55°

10. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি । ত্রিভুজটির অন্তঃব্যাসার্ধ হবে
(A) 2 cm (B) cm (C) 1 cm (D) cm

11. Δ ABC এর লম্ববিন্দু O এবং ∠ BOC = 120° হলে ∠ BAC -এর মান হবে
(A) 80° (B) 60° (C) 90° (D) 75°

12. 4.2 একক ধারবিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যায় সেটির আয়তন হবে
(A) 19.808 ঘন একক (B) 19.202 ঘন একক (C) 19.404 ঘন একক (D) 19.303 ঘন একক

13. একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5 : 3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45° । প্রথম কোণটির বৃত্তীয় মান হবে
(A) (B) (C) (D)

14. 30√3 মিটার উঁচু একটি ছাদের কোন বিন্দু থেকে একটি বাতিস্তম্ভের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30° ও 60° হলে, বাতিস্তম্ভটির উচ্চতা হবে
(A) 20√3 মিটার (B) 10√3 মিটার (C) 15√3 মিটার (D) 25√3 মিটার

15. 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট তিনটি সোনার গোলককে গলিয়ে একটি বড় সোনার গোলক তৈরী করা হল । বড় গোলকটির ব্যাসার্ধ হবে
(A) 9 সেমি (B) 8 সেমি (C) 7 সেমি (D) 6 সেমি

16. একটি ত্রিভুজের দুটি কোণ 65°এবং হলে, ত্রিভুজের তৃতীয় কোণের বৃত্তীয় মান হবে -
(A) (B) (C) (D)

17. একটি বৃত্তের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান । তাদের পরিসীমার অনুপাত হবে-
(A) (B) (C) (D)

18. cos (- 200°).sin 160° + sin (- 340°). cos 380° -এর মান হবে
(A) 1 (B) 2 (C) (D) 0

19. যদি হয়, তাহলে -এর মান হবে
(A) (B) (C) (D)

20. 6, 0, 5, 3, 2 এই অংক পাঁচটি দ্বারা যে সমস্ত পাঁচ অংকের সার্থক সংখ্যা গঠন করা যায় তাদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল হবে-
(A) 44694 (B) 44964 (C) 44494 (D) 49644

21. যদি p = 301 হয়, তাহলে p(p² - 3p + 3) -এর মান হবে -
(A) 20700001 (B) 72000001 (C) 27000010 (D) 27000001

22. যদি x = r cos θ cos φ, y = r cos θ sin φ এবং z = r sin θ হয়, তাহলে x² + y² + z² -এর মান হবে -
(A) r (B) - r² (C) r² (D) 1

23. A একা B ও C দুজনের সমান কাজ করতে পারে । একটি কাজ A ও B একত্রে 7 ঘন্টা 20 মিনিটে এবং C 44 ঘন্টায় কাজটি করতে পারে । B একা কাজটি করবে -
(A) ঘন্টা (B) ঘন্টা (C) ঘন্টা (D) ঘন্টা

24. যদি হয় , তাহলে x -এর মান হবে -
(A) 5 (B) 0 (C) 6 (D) 8

25. যদি হয়, তাহলে p -এর মান হবে -
(A) x (B) (C) (D)

26. দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার এককের ঘরের অংকটি দশকের ঘরের অংকটির চেয়ে 3 কম । অংক দুটি স্থান বিনিময় করলে উত্পন্ন সংখ্যা ও মূল সংখ্যার অনুপাত হয় 4 : 7 , তাহলে মূল সংখ্যাটি হবে -
(A) 96 (B) 52 (C) 63 (D) 36

27. K -এর যে সকল মানের জন্য (x + 1) (x + 3) (x + 5) (x + 7) + K² রাশিটি পূর্ণবর্গ হবে সেগুলি হল -
(A) 6, - 6 (B) 4, - 4 (C) 4, - 2 (D) 6, - 4

28. পরস্পর তিনটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 194 হলে, সংখ্যাগুলি হবে -
(A) 5, 6, 7 (B) 7, 8, 9 (C) 4, 5, 6 (D) 6, 7, 8

29. 1.1, (1.1)², 0.1, (0.1)² সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি হবে-
(A) (0.1)² (B) (1.1)² (C) 0.1 (D) 1.1

30. একদল সৈন্যের সম্মুখের সারির সৈন্যসংখ্যা 4 গভীরতা বিশিষ্ট ফাঁপা বর্গাকারে সাজালে যত হয়, নিরেট বর্গাকারে সাজালে তা অপেক্ষা 16 জন কম হয় । দলের সৈন্যসংখ্যা হবে-
(A) 256 (B) 546 (C) 576 (D) 426

31. কোন সামান্তরিকের পরিবৃত্ত একটি-
(A) বর্গক্ষেত্র (B) ট্রাপিজিয়াম (C) আয়তক্ষেত্র (D) কোনটিই নয়


Contact
West Bengal State Council of Technical Education
"Kolkata Karigori Bhavan"
110 S.N. Banerjee Road
2nd Floor, Kolkata - 700 013
Phone : 2227-7592 / 7070
Fax : 2227-7591
Email : chairman@webscte.org
vice_chairman@webscte.org
Attached Files
File Type: pdf West Bengal JEXPO Question Paper.pdf (520.7 KB, 176 views)


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options

Thread Tools Search this Thread



All times are GMT +5. The time now is 05:08 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
SEO by vBSEO 3.6.0 PL2

1 2 3 4